সোমবার ● ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » কাপ্তাই পুলিশের অভিযানে ১শত লিটার চোলাই মদ উদ্ধার : আটক- ১
কাপ্তাই পুলিশের অভিযানে ১শত লিটার চোলাই মদ উদ্ধার : আটক- ১
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৩১ আগস্ট সকাল ৬ টায় কাপ্তাই লগগেইট এলাকা হতে অভিনব কায়দায় পাচার করার সময় ১শত লিটার চোলাই মদ সহ একজন আটক করা হয়েছে। যার আনুমালিক মূল্য ৫০ হাজার টাকা। তিনি কাপ্তাই লগগেইট এলাকায় এই চোলাই মদ চট্টগ্রামে পাচার করার উদ্যোশে সেখানে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। আটককৃত ব্যক্তির নাম মো: নজরুল ইসলাম(৬০) প্রকাশ আলি আহমেদ, পিতা: মৃত গোলাম মোকাদ্দেছ চৌধুরী, তারঁ বাড়ী বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নে চাপাছড়ি গ্রামে। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর নির্দেশে থানার এস আই মো.খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। এইসময় ৫ টি কুড়ার বস্তার মধ্যে অভিনব কায়দায় প্রতিটিতে ২০ লিটার করে সর্বমোট ১শত লিটার চোলাই মদ লুকিয়ে রাঙামাটি সদর হতে বোটে করে জীবতলি ঘাটে এনে কাপ্তাই লগগেইট হয়ে চট্টগ্রামে পাচার করার উদ্যোশে নেওয়া হচ্ছিল বলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান।
এই বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানার এস আই খলিলুর রহমান বাদি হয়ে কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত ব্যক্তিকে রাঙামাটি কোর্টের মাধ্যমে আদালতের প্রেরণ করা হয়েছে।
কেপিএম এলাকায় মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ে বান্ধবীর জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১’শ টাকা চেয়ে, না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদাউস সাথী (১৫)। রবিবার ৩০ আগস্ট রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ.এ টাইপ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী কেপিএম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজি চালিত অটোরিক্সা চালক।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন সিএনজি চালক। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১’শ টাকা দিতে ব্যর্থ হয় তারা। এ ঘটনায় সাথী অভিমান করলে তার মা টাকা ধার নেবার জন্য পাশের বাসায় গেলে এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেয় সাথী। এসময় ঘটনাস্থলের মারা যায় সে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোমবার ৩১ আগষ্ট সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।