মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় চিকিৎসক বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় চিকিৎসক বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা: আফসারী খানমের বদলী আদেশ বাতিলের দাবিতে ৩১ আগষ্ট সোমবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলন ও সচেতন নাগরিক এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাগর, অ্যাড. এসএম বেলাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, নদী ভাঙন কবলিত দরিদ্র পীড়িত গাইবান্ধা জেলার মা ও শিশুদের চিকিৎসার উন্নয়নে ডা: আফসারি খানম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই মুহুর্তে তাকে এ জেলা থেকে বদলি করা হলে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ব্যাহত হবে। বিশেষ করে প্রসূতি মায়েরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।
গাইবান্ধায় পৃথক ঘটনায় মহিলাসহ ২ জনের মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোববার পৃথক দুটি ঘটনায় এক মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি স্কুুল এন্ড কলেজের নির্মাণ কাজ করার সময় ভবনের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।
নিহত নির্মাণ শ্রমিক পাশর্^বর্তী জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোহফেল ইসলামের ছেলে। অপরদিকে পৌরশহরের কুঠিবাড়ী এলাকায় করতোয়া নদীর পাশ থেকে লিটন রাজভর (৩২) নামে এক সার ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পাওয়া একটি সুইসাইট নোট থেকে জানা গেছে, আর্থিক অনটন ও দেনাগ্রস্থ হওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।