মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » বাগাতিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সমাবেশ
বাগাতিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সমাবেশ
বাগাতিপাড়া প্রতিনিধি :: (১৬ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ১০২৪ মিঃ) নাটোরের বাগাতিপাড়ায় ভূমিহীন সমিতির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালী মানববন্ধন সমাবেশ স্বাক্ষর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে৷ নারীর প্রতি সহিংসতা বন্ধে “রুখো, নাচো, উঠো” এই শ্লোগানে নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কের কসবা মালঞ্চিতে তিন শতাধীক নারীর উপস্থিতিতে র্যালী মানববন্ধ আলোচনা সভা ও স্বাক্ষর ক্যাম্পিং করা হয়৷ মানববন্ধন শেষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, ভূমিহীন সমিতির ইউনিয়ন কমিটির সদস্য সোনাভান বেগম, নূরপুর মালঞ্চি সাংস্কৃতিক দলের সভাপতি মোজাম্মেল হক মাজু, সদস্য রনী ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আব্দুল মজিদ ও নিজেরা করি বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার৷ বক্তারা উল্লেখ করেন, প্রতি তিন জন নারীর মধ্যে একজন নারী নির্যাতনের শিকার, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষন, ধর্ষনের পরে হত্যা, বাল্য বিবাহ, যৌতুক, মোবাইলে নগ্ন ছবি ধারন করে চাঁদা আদায় মাত্রাতিরিক্ত বেড়েছে৷ তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান৷ আলোচনা শেষে নূরপুর মালঞ্চি সাংস্কৃতিক দল গন সংগীত পরিশেন করা হয়৷