বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বেলা ১২ টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃত্বশূন্য করার জন্য জনসংহতি সমিতির (জেএসএস) এর অস্ত্রধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের টার্গেট করে হত্যা করছে। ওই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতি বক্তারা অনুরোধ জানান।
সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বেবি, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মী পদ দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, জেলা যুবলীগ নেতা মোঃ আজম জেলা যুবলীগ নেতা ওমর ফারুকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ির পাশ্ববর্তী এলাকায় গুলি করে মংচিং উ মারমা (৪০) নামে এই যুবলীগ নেতাকে হত্যা করে। সে জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত মংচিং উ মারমার বড় বোন উম্রাচিং মারমা ও তার পরিবারের দাবি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে আঁতাত করে ওই এলাকার হেডম্যান (জেএসএস) নেতা মংপু মারমা,মংসুইসা মারমা ও হ্লামং মারমার যোগসাজশে এ হত্যাকা- সংঘটিত হয়।
বান্দরবানে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের এককালীন অনুদান বিতরণ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং গরীব অসহায়, দুস্থ, প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর সকালে পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুদান বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, অসহায়-দুস্থদের অনুদান দেওয়া হয় নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। অনুদান গুলি কাজে লাগিয়ে নিজের পায়ে দাড়াতে হবে। অসুস্থদের সঠিক সময়ে চিকিৎসা করাতে হবে প্রয়োজনে আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে আপনাদেরই জন্য। ইতি মধ্যে শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমূখ উপস্থিত ছিলেন।