শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে করোনায় বিশেষ অবদান রাখায় পার্বত্য মন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন
বান্দরবানে করোনায় বিশেষ অবদান রাখায় পার্বত্য মন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে বান্দরবান পৌর এলাকায় আত্মমানবতার সেবা ও পরিষ্কার পরিছন্নতায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ তিন জনপ্রতিনিধিকে লিখিতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জানা যায়, বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনসহ রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে পৌরসভার বরাদ্দের আশায় বসে থেকে কালক্ষেপণ না করে সম্পূর্ণ স্বউদ্যোগে পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করা এবং করোনা কালীন সংকটে ত্রান তৎপরতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান খোকন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশকে লিখিত সম্মাননাস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ ব্যাপারে পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জানান, কোভিট ১৯ শুরুর পর থেকে বান্দরবানে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিবর্গ মানবিক উদ্যোগ নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও এলাকাবাসীর পক্ষ হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পার্বত্য চটগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম,পি। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, ৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন ও ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর লিখিত ভাবে ধন্যবাদ নিয়েছেন।