শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » তেলবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত
তেলবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসক ও মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজাজুল হক (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইজাজুল পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ও পদ্মপুকুর সালমা বেগম দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে মোটরচালিত ধান ঝাড়া মেশিনে ধান মাড়ায়ের কাজ করছিল শিক্ষক ইজাদুল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে তিনি বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার দাঁত দিয়ে কেটে জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। সেসময় বিদ্যুৎ চলে এলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।