বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা
রাঙামাটিতে অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা
ষ্টাফ রিপোর্টার :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.১০মিঃ) রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের সহযোগীতায় বুধবার ১৭ ফেব্রুয়ারী রাঙামাটি জিমন্যাশিয়াম প্রাঙ্গনে অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়৷
অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত্ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন৷
অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব্ব করেন দৈনিক গিরিদর্পনের সম্পাদক, প্রকাশক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, রাঙামাটি সমাজ সেবা অধিদপ্তরের প্রফেশনাল অফিসার নাসির উদ্দিন, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল আল হক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার বার্তা সম্পাদক নন্দন দেবনাথ, দৃষ্টি প্রতিবন্ধী সুকোমল ত্রিপুরা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের সাধারন সম্পাদক নুরুল আফসার, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও অভিবাবক বৃন্দ প্রমুখ৷
ক্রীড়া প্রতিযোগীতা শেষে অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের অংশগ্রহণে গান পরিবেশন, পরে পুরষ্কার বিতরণ করা হয়৷ অটিস্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকারা রাঙামাটিতে প্রথমবারের মত ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে অত্যান্ত আনন্দিত তাদের দাবী প্রতি বছর যেন এধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়৷