শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মাইসছড়ির কালোপাহাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১
মাইসছড়ির কালোপাহাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি কালোপাহাড় এলাকার ধনিয়া পাতা গাছ নিয়ে তুচ্ছ ঘটনায় নুরুল ইসলাম ওরফে লাল মিয়া(৫৫) নামে একজন নিহত হয়েছে।
এ ব্যাপারে বুধবার (২সেপ্টেম্বর) মহালছড়ি থানায় নিহতের ছোট ভাই সুরুজ্জামান, বাদী হয়ে সোহেল ও মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-০১,মহালছড়ি থানা। জানা যায়, গত ১৯আগস্ট সন্ধায়
মো. নুরুল ইসলাম ও তার স্ত্রীর আপন ভাগিনা মো. সোহেল (২৪) এর সাথে নুরল ইসলামের ছেলে ঘরে থাকা ধনিয়া পাতা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এসময়, নুরুল ইসলাম এর ছোট ভাই সুরুজ্জামান এগিয়ে আসলে সোহেলের সাথে তার হাতাহাতি হয়। আশে পাশের লোকজন এসে তাদেরকে থামানোর চেস্টা করলেও সোহেলের আপন মামাতো ভাই মোশারফ হোসেন মানিক (২৮) ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার কিছু না শুনে সোহেল ও মানিক তার খালুকে সুরুজ্জামানকে মারার জন্য উদ্যোত হয়।
পরে নুর ইসলাম তাদের বাঁধা দিলে সোহেল শক্ত বাটাম দিয়ে মো. নুরুল ইসলাম(৫৫)কে পেছন হতে মাথায় সজোড়ে আঘাত করলে মাথা ফেটে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়। সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাতপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১ সেপ্টেম্বর সকাল ৯:০০ টায় তার মৃত ঘটে।
মহালছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সডত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।