শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চট্টগ্রাম জেলার আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শান্তিপূর্ণ মানব বন্ধনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাঙামাটি পার্বত্য জেলা। আজ ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সন্তানদের উপর এ হামলা চালানো হয়। বক্তারা নেক্কারজনক এ হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিসহ বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানকে সংসদ সদস্য পদ থেকে অপসারনের দাবি জানান।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় সদস্য সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, দিদারুল আলম, রবি বড়ুয়া, উত্তম দেবনাথ, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেরা শাখার সদস্য সোহেল চাকমা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সংসদের প্রান্ত দেবনাথ রনি উপস্থিত থেকে বক্তব্য রাখেন।