শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ইউএনও’র নিরাপত্তা জোরদার, অস্ত্রধারী আনসার মোতায়েন
বিশ্বনাথে ইউএনও’র নিরাপত্তা জোরদার, অস্ত্রধারী আনসার মোতায়েন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সরকারি বাসভবনে ৪জন অস্ত্রধারী আনসার মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে তাদেরকে নিয়োগ দেয়া হয়।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল জানান, আপাতত ৪জন আনসার আমার বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের সদস্যের সংখ্যা আরো বাড়তে পারে।
বিশ্বনাথ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সরকারি বাসভবনের নিরাপত্তার বিষয়ে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বীর মুক্তিযোদ্ধা বাবার উপর সরকারি বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকার সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় দ্রুত আনসার নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করে।
বিশ্বনাথের করোনা আক্রান্ত ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাসপাতালে
বিশ্বনাথ :: করোনাভাইরাসে অক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি ও তার ছোট ছেলে তাহমিদ হক (২০)কে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিচ্ছেন তারা। অপরদিকে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে করোনায় আক্রান্ত পরিবারের অন্য দুই সদস্য চেয়ারম্যান পত্নী সামিয়া বেগম ও তাঁর বড় ছেলে ফাহমিদ হক (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারম্যানের ভাইপো টিপু আলী।
সূত্র জানায়, গেল বুধবার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্যে নুমনা দেন ছয়ফুল হকসহ তার পরিবারের চার সদস্য। পরে শুক্রবার সন্ধ্যায় কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে তাদের। শনাক্তের পরদিন শনিবার শারীরিক অবস্থার অবনতি হয় চেয়ারম্যান ও তার ছোট ছেলের। পরে সকালে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেয়া হয় দু’জনকে।