বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর জেলা পরিষদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচী
গাজীপুর জেলা পরিষদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৪০মিঃ) গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে৷
সকালে বাংলাদেশ কম্পিউটার সমিতির মহসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান৷
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার গাজীপুরের উপ- পরিচালক (উপ-সচিব) মোঃ জামিল আহমেদ৷
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল অফিসার মো. ফয়সাল খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ন মহাসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচী গাজীপুরের সমন্বয়কারী এস. এম ওয়াহিদুজ্জামান প্রমুখ৷
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব৷
দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচীতে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্বদ্যিালয় কলেজ, কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, টঙ্গী সরকারি কলেজ, রোভার পল্লী ডিগ্রি কলেজ, ভাষা শহিদ কলেজ, রানি বিলাস মনি সরকারি উচ্চ বিদ্যালয়, মৌচাক মুক্ত রোভার স্কাউট, কারক মুক্ত রোভার স্কাউট, প্রতিতী মুক্ত রোভার স্কাউটের ২৬৮জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন৷