![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সাজাপ্রাপ্ত আসামি আটক
রাউজানে সাজাপ্রাপ্ত আসামি আটক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি আটক করেছে পুলিশ। আটক আসামির নাম মো. সোহেল (২৮)। সে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া এলাকার শরবত আলীর ছেলে। সোমবার ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় রাউজান থানা পুলিশ আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, আটক আসামি সোহেলের বিরুদ্ধে যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছিল। এতদিন সে পলাতক ছিল। আজ ভোরে তাকে আটক করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক আসামির বাড়িতে অভিযান করলে তাকে আটক করা হয়। সে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।