মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রাণীনগর ও আত্রাইয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করাহ য়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করাহয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নুরুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দিয়ে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট ভেঙ্গে দেয়া হয়। যতদিন এই অঞ্চলে রেলওয়ের সকল জায়গা অবৈধ দখল মুক্ত না হচ্ছে, ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।