বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে পোল্ট্রি খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
গাজীপুরে পোল্ট্রি খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল : ৫.১০মিঃ) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় ১৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নিরাপদ ব্রয়লার মাংস উত্পাদনের জন্য উপজেলার কাউলতিয়া ইউনিয়নের নির্বাচিত ২০ জন পোল্ট্রি খামারীদের মাঝে ডিজিটাল স্কেল (ওজন মাপার যন্ত্র), কিট বক্স, জিবানুনাশক, ক্লিনিং ব্রাস, বালতি, সপ্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে৷
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান৷
উপস্থিত ছিলেন জেলা ভেটেরীনারি সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান, জেলা ভেটেরীনারি হাসপাতালের ডাঃ মোঃ লুত্ফর রহমান, আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিকসহ ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ৷