![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা
বান্দরবানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের বনরুপা এলাকায় বিষপানে এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তির ব্যবসায়ীর নাম বিজয় দাশ (৩২) । গত মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় শহরের বনরুপা পাড়ার একটি ভাড়া বাসায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানিয়দের সূত্রে জানা গেছে , আত্মহত্যায় নিহত বিজয় দাশ গত ৩দিন আগে তার মাকে নিয়ে তীর্থ করার জন্য বান্দরবানের বাহিরে যায়। সেখান থেকে তীর্থ শেষ করে দুপুরে তার বাসায় চলে আসে। পরে মঙ্গলবার রাতে সে আলাদা রুমে ঘুমাতে যায়। সে রুমে হঠাৎ শব্দ হলে তার স্ত্রী দৌড়ে এসে তার মুখে ফেনা দেখতে পায়। তার স্ত্রী তাৎক্ষণিক বাসার পাশে প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত ব্যক্তির লাশ সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।