শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা পরিবারবর্গ
গুইমারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা পরিবারবর্গ
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের হত্যা এবং হত্যার উদ্দেশ্যে চালানো বর্বোরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলার গুইমারা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ।
আজ শনিবার সকালে গুইমারা বাজারের প্রধান সড়কে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যপী মানবন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের যেভাবে হত্যা, হত্যার উদ্দেশ্যে হামলা, মামলা ও নির্যাতন করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য নয়।
তারা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী‘র উপর হামলা ও কক্সবাজারে মুক্তিযোদ্ধা সন্তান মেজর সিনহার হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে সারা দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবার বর্গের উপর নির্যাতনকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এ সময় মুক্তিযুদ্ধের অর্জনকে নস্বাৎ করতে মুক্তিমুদ্ধের পরাজিত শক্তিরাই এ ধরনের ঘৃন্য ন্যাক্কার জনক সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন অভিযোগ করেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা আওয়ামীলীগ সরকারের রাস্ট্র পরিচালনার সফলতাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এহেন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন কি না তাও খতিয়ে দেখার আহবান জানান।
মুক্তিযোদ্ধা সন্তান মোঃ হাছানুল ইসলাম এর সঞ্চালনা ও গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি ম্রা চাইথোয়াই মগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রতন মহুরী প্রমুখ।