শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ধর্ম » সিলেট বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন
সিলেট বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন
সিলেট প্রতিনিধি :: গতকাল ১১সেপ্টেম্বর শুক্রবার সিলেট বৌদ্ধ বিহারের উপাসক-উপাসিকা বৃন্দের আয়োজনে সিলেট বৌদ্ধ সমিতির সার্বিক সহয়োগিতায় ত্রৈমাসিক বর্ষাব্রত উদযাপন উপলক্ষে বর্ষাসাটিকা দান ও সম্প্রতি সময়ে প্রয়াত পরম পূজ্য বাঙ্গালী বৌদ্ধ সংঘ মনীষাদের স্মরণে বৈকালিক সংঘদান ও ধর্মদেশনা সিলেট বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থেরো সভাপতিত্বে সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিতহয়।
এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ড মহাচুল্লা ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত ভদন্ততিরসাতু থের। প্রধান ধর্মদেশক ছিলেন বুদ্ধগয়া বাংলাদেশ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত সুমনানন্দ থের। উপস্থিতি ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক মহাবিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মারত্ন ভিক্ষু, ভদন্ত প্রিয় রত্ন ভিক্ষু। উপাসক-উপাসিকার পক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা।
আরো উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি’র কর্মকর্তাবৃন্দের সাবেক সভাপতি দিলীপ বড়ুয়া ,দিবাকর বড়ুয়া, সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী , সহ অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া, যুব ও ক্রীড়া সম্পাদক সুজন বড়ুয়া, রাজু বড়ুয়া, সুজিত বড়ুয়া, অয়ন বড়ুয়া, অহন বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ ও সিলেট বৌদ্ধ বিহারের উপাসক – উপাসিকা বৃন্দ।
সবশেষে বৈশ্বিক মহামারি কোভিট-১৯ থেকে পরিত্রান ও বিশ্ব শান্তি কামনায় পরিত্রান পাঠসহ সমবেত প্রার্থনা করা হয়। সিলেট বৌদ্ধ বিহারে আগামী ১ অক্টোবর২০২০ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও ১৬ অক্টোবর-২০২০ শুক্রবার দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।