রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যোগে মাস্ক বিতরণ
বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যোগে মাস্ক বিতরণ
বান্দরবান প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ রোধে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে শহরের বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে হলে নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে। দেশে মহামারী করোনাভাইরাসে এখনো অনেকে সংক্রমিত হচ্ছে। তিনি পথচারীসহ শহরের সকল ব্যবসায়ী ও বিভিন্ন গাড়ির যাত্রীদের সার্বক্ষণিক মাস্ক পরিধান করার অনুরোধ জানান এবং জনসাধারণকে মাস্ক পরিয়ে দেন।
এ সময় করোনাভাইরাস রোধের লক্ষ্যে রেড ক্রিসেন্ট বান্দারবান ইউনিটের যুব রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা শহরের বিভিন্ন শ্রেণীর কয়েক শত পেশাজীবী মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক্ত পুলিশ সুপার কুদ্দুস, পৌর মেয়র মো. ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মী পদ দাসসহ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।