রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে
আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: শিম শীতকালীন সবজি। তবে এখন সারা বছরই কমবেশি এই শীতের সবজি পাওয়া যায়। আগাম জাতের শিম চাষ করে কৃষক লাভবানও হচ্ছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাঠজুড়ে চাষ করা হয়েছে আগাম রূপবান জাতের শিম। যা বাজারে ১০০-থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাইকারিতে ৭০-৮০ টাকায় বিক্রি হয়। ফলে রূপবান চাষ করে এ এলাকার কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২০ হেক্টর জমিতে দুই শতাধিক কৃষক আগাম জাতের এ শিম চাষ করেছেন। উপজেলার বারবাজার ও কাষ্টভাঙ্গা ইউনিয়ের গ্রামের মাঠে বেশি শিমের আবাদ হয়েছে। মাঠের পর মাঠ শিম আবাদ হয়েছে। অনেক কৃষক শিমের ক্ষেতে কাজ করছেন। আবার কেউ ক্ষেত থেকে শিম তুলছেন। মাশলিয়া গ্রামের শিম চাষি রকিবুল ইসলাম জানান, তিনি দেড় বিঘা জমিতে রূপবান জাতের লাল শিম লাগিয়েছেন। দেড় বিঘা জমিতে সার, সেচ, কীটনাশক, বাঁশের চটি, পরিচর্যা বাবদ খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ইতোমধ্যে তিনি দু’দফায় ৫ হাজার টাকার শিমও বিক্রি করেছেন। প্রথম দফায় ৭০ টাকা ও দ্বিতীয় দফায় ৬০ টাকা কেজি দরে শিম বিক্রি করেছেন। অবশ্য খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে শিম বিক্রি করছেন। আগাম জাতের এ শিম গাছ থেকে ৬ মাস পর্যন্ত শিম পাওয়া যাবে। ৬ মাসে তিনি ৫০-৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন। অবশ্য বাজার ভালো থাকলে অনেক সময় লাখ টাকার শিম বিক্রি হবার সম্ভাবনা থাকে। শীতের সময় শিমের দাম কমে যায়। তখন কৃষকদের ১০/১৫ টাকা কেজি দরে শিম বিক্রি করতে হয়। সব মিলিয়ে খরচ খরচা বাদে তার ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান। কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল মান্নান ২ বিঘা জমিতে, একই গ্রামের বাহার আলী দেড় বিঘা জামিতে, নিত্যানন্দী গ্রামের কামরুল ইসলাম দেড় বিঘা জমিতে, জাহাঙ্গীর হোসেন আড়াই বিঘা জমিতে, গৌরিনাথপুর গ্রামের নাসির উদ্দীন দেড় বিঘা জমিতে শিমের আবাদ করেছেন। তাদের মতো উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক চাষি শিমের আবাদ করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন জানান, এ এলাকায় শতাধিক কৃষক আগাম জাতের শিমের চাষ করেছেন। এসব চাষিদের সার, বীজ দেওয়া হয়েছে। এছাড়া তাদের সার্বিক ভাবে কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ
ঝিনাইদহ :: রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এড়াতে ও পুন:নির্বাচনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড.মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ থেকে জানা যায়, ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রনালয় হতে টিও লাইসেন্স প্রাপ্ত একটি সংগঠন। গত ২৭ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। বর্তমানে সাধারণ সভার আহ্বান করার পরিস্থিতি নেই। এছাড়াও অচিরেই পরিষদ পুর্নগঠনের সম্ভাবনা নেই। এতে কমিটির কার্যক্রম ব্যাহত ও সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। বাস মিনিবাস মালিক সমিতির পুর্নগঠনের চেষ্টা, সাধারণ সভা আহ্বান ও রক্তক্ষয়ী সংঘর্ষের আহ্বান রয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা ও বিদ্যমান সমস্যা সমাধানে গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক সমিতির প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রনালয়ে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে প্রশাসক নিয়োগ দেন। প্রশাসক প্রত্যাহিক রুটিন কার্যাবলী সম্পাদন করবেন। এছাড়াও দ্বায়িত্ব পালনের ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দ্বায়িত্ব হস্তান্ত করে বাণিজ্য মন্ত্রনালয়কে অবহিত করবেন।
ঝিনাইদহে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কমিটি গঠন
ঝিনাইদহ :: বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সুবোদ চন্দ্রকে সভাপতি ও সহিদুজ্জামান সহিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে রইস উদ্দিন আশিষকে কার্যকরী সভাপতি, তাহাজউদ্দিন মেম্বর সিনিয়র সহ-সভাপতি, গুলজার হোসেন, গোলাপ হোসেন সহ-সভাপতি, মো: হান্নান যুগ্ম সাধারণ সম্পাদক, সাহেব আলী ডন সাংগঠনিক সম্পাদক, মনিরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, সুলতান আহম্মেদ অর্থ সম্পাদক, খলিলুর রহমান সন্টু প্রচার সম্পাদক, সমরেশ বিশ্বাস দপ্তর সম্পাদক, আশরাফুল ইসলাম নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, নুরুল ইসলাম ক্রীড়া সম্পাদক, খলিলুর রহমান খলিল সমাজ কল্যাণ সম্পাদক, ইমদাদুল হক শিক্ষা ও শ্রম বিষয়ক সম্পাদক, বুলবুলি বেগম মহিলা সম্পাদিকা ও আয়তাল আশিষ, আবদুর আজিজ, বাবু শেখ, রুস্তম আলী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও মোস্তফা আরিফ রেজা মন্নুকে প্রধান উপদেষ্টা এডভোকেট আজাদকে আইন উপদেষ্টা, টিএ রাজু ও আনোয়ার হোসাইনকে উপদেষ্টা করা হয়েছে। নব-গঠিত এই কমিটি যাত্রাশিল্পীদের উন্নয়নে কাজ করবে বলে আশা করছেন সাংষ্কৃতিক কর্মীরা।
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত
ঝিনাইদহ :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাতে ঝিনাইদহে সদর উপজেলার মীরেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের টোকন হোসেন ও আরজান আলীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে টোকনের এক সমর্থককে আরজান আলীর লোকজন মারপিট করে। এরই জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নারীসহ ১০জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।