বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগে প্রতিবাদ
বিলাইছড়িতে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগে প্রতিবাদ
বিলাইছড়ি প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩০মিঃ) রাঙামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা (আকাশ) এর উপর হামলার অভিযোগ এর ভিত্তি করে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের অফিস কক্ষে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ৷ এতে উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার সকল অঙ্গসংগনের নেতৃবৃন্দ যোগদান করে প্রতিবাদের ঝড় তোলেন৷
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে পিসিজেএসএস-সন্তু গ্রুপ এর অঙ্গসংগঠন পিসিপির একদল সদস্য হঠাত্ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা থুই প্রু মারমার উপর নিজ গ্রামে অতর্কিতে হামলা চালায়৷
যারা এ নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের নিন্দা জ্ঞাপন পূর্বক ইহার সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন ও শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন৷ বক্তারা আরও বলেন, থুই প্রু মারমা একজন কার্বারী (ক্ষুদ্র জনগেষ্ঠীর ঐতিহ্যবাহী নেতা) তার উপর এ ধরণের হামলা পুরো রাজতন্ত্রের উপর আঘাত করার সামিল বলে বক্তারা প্রদিবাদ ব্যক্ত করেন৷
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রানা এর সঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের সভাপতি অংশে প্রু মারমা (বেলাল) এর সভাপতিত্বে সমাবেশে প্রতিবাদ ব্যক্ত করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ-সভাপতি অংচাখই মারমা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ-সভাপতি সুকুমার দাশ, সাধারণ সম্পাদক এস.এম সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা কৃষকলীগের সভাপতি অমর চক্রবর্তী, (টেবলু), উপজেলা যুবলীগের সহ-সভাপতি অংশি প্রু মারমা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উষামং মারমা ও বিলাইছড়ি ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ৷