মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কের যানজটমুক্ত করতে এএসপি শামীমের অভিযান, জনমনে স্বস্তি
কাপ্তাই সড়কের যানজটমুক্ত করতে এএসপি শামীমের অভিযান, জনমনে স্বস্তি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট যানজটমুক্ত করতে এক বিশেষ অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
আজ সোমবার সকাল থেকে কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া উপজেলার বেশকিছু গুরুত্বপূর্ণ বাজারে সড়কে শৃঙ্খলা ফিরাতে এই অভিযান চালিয়েছেন শান্তির হাট, রোয়াজারহাট, পৌরসভা, মরিয়মনগর, চন্দ্রঘোনাসহ ব্যস্ততম বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।
এদিকে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম এমন মহৎ উদ্যোগ দেখে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সাধারণ জনগণ এএসপি এমন মহৎ কাজ গুলো দেখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান সড়কে শৃঙ্খলা না ফিরিয়ে আনা পর্যন্ত আমি মাঠে আছি। বিশেষ করে আমি রাউজান ও রাঙ্গুনিয়া দুই উপজেলার মানুষকে কথা দিয়ে ছিলাম একটি নিরাপদ সড়ক ও যানজট মুক্ত করতে।
এসময় তিনি বলেন, যোগদানের সময়ই রাউজান-রাঙ্গুনিয়ার মানুষের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রতিশ্রুতিটি দিয়েছিলাম। আর সে অনুযায়ী উত্তর চট্টগ্রামের ব্যস্ততম কাপ্তাই সড়ককে যানজটের অভিশাপমুক্ত করার লক্ষ্যে সোমবার আমার প্রথম পদক্ষেপ। নিশ্চিত করে বলছি- ইনশাআল্লাহ, আগামী কয়েকদিনের মধ্যে এ অঞ্চলের সড়ক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন সবাই। আরো জানাতে চাই যে, এটি কোন চটকদার সাময়িক উদ্যোগও নয়, সড়কে শৃঙ্খলা আনার পাশাপাশি তা ধরে রাখার জন্য সবরকম পদক্ষেপই গ্রহণ করা হবে।
এ রাস্তার মালিক জনগণ। সড়কে এলোমেলো গাড়ি রেখে, রাস্তার মাঝখানে যাত্রী তুলে, ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, রাস্তার ওপর সব্জির হাট বসিয়ে জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার কারোরই নেই, কাউকে করতে দেওয়া হবে না। শুধু মুখে বলে সতর্ক করলাম, এর পর থেকে কথা হবে কাগজেকলমে। আপনাদের সকলের সহযোগিতা পাব আশা করছি।