বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাট শহরে আবারো মোবাইলকোর্ট
রাঙামাট শহরে আবারো মোবাইলকোর্ট
ষ্টাফ রিপোর্টার :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩০মিঃ) মোটর সাইকেলে করে নিজেদের কাজ সমাধান করতে গিয়ে প্রায় সময় দূর্ঘটনা কবলে পরেন চালকরা ৷ এবার মোটরসাইকেল চালকদের আইনের আওয়তায় আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে রাঙামাটি জেলা প্রশাসন ৷ ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচলনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম। পুলিশের সহযোগিতায় ৷ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চলাচলকারীদের মধ্যে মোটরসাইকেল চালকদের হেলমেট না পরায় তাদেরকে আটক করেন ৷ এসময় ৯ জন চালককে আইন অমান্য করায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪৯ ধারায় অর্থদন্ডে দন্ডিত করেন ৷ ৯ জনকে মোট ৩৩০০ টাকা করে জরিমানা করেন ৷ এসয় আরোহীদের ম্যাজিষ্ট্রেট বলেন,সচেতন নাগরিক হিসাবে আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের পরামর্শ দেন ৷ তিনি আরোহীদের হুশিয়ারী দিয়ে বলেন, পুণঃবার যদি হেলমেট বিহীন অবস্থায় কেউ প্রশাসনের নজরে পরেন তাহলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে ৷ এই সময় মোবাইল কোর্ট পরিচলনায় সহযোগিতা করেন রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ, বিআরটিএ’র পরিদর্শক পার্থ প্রতিম বড়ুয়া, অফিস সহকারী নজরুল ও সহকারি ছোটন দাশ গুপ্ত প্রমূখ উপস্থিত ছিলেন ।