বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়িতে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতকরণ স্থাস্থ্য কমপ্লেক্সের উদ্ভোধন
বিলাইছড়িতে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতকরণ স্থাস্থ্য কমপ্লেক্সের উদ্ভোধন
বিলাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি দুর্গম বিলাইছড়িতে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নত করণ স্থাস্থ্য কমপ্লেক্সের উদ্ভোধন দীপংকর তালুকদার এমপি ,সভাপতি খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রাঙামাটি জেলা সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জোন কমান্ডার লে.কর্ণেল তানবীর মাহমুদ পাশা পিএসপি ,উপজেলা চেয়ারম্যান বীরত্তোম তংঞ্চজ্ঞ্যা, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের সদস্য অভিলাষ তংচজ্ঞ্যা।
এসময় উপস্থিত ছিলেন স্থাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.মহসিন ও সহকারী প্রকৌশলী মেহেদী হাসান।
দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে সন্ত্রাসী চাদাবাজি অস্ত্রের মহড়ায় উন্নয়নে প্রতিবন্ধকতা হচ্ছে।
১৬ কোটি ২৪ লক্ষ ১১ হাজার ৫২৮ টাকা ব্যয়ে চার তলা ফাউন্ডেশন তিন তলা ভবন, দুই তলা ভবন দুই ইউনিট, চার তলা ভবন ৮ ইউনিট দুই তলা ভবন চার ইউনিট চার তলার ফাউন্ডেশন, এক তলা ভবন এক তলা ফাউন্ডেশন। বাস্তবায়নে স্থাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ।