বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মজুদ করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা
রাউজানে মজুদ করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গোদামে পেঁয়াজ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ফকির হাট বাজার ও জলিলনগরে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।এসময় তিনি বিভিন্ন দোকানে পেঁয়াজ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করায় ফকির হাটের খাজা ষ্টোরের শাহ্ জাহানকে ২০ হাজার টাকা, অনিল ষ্টোরের উজ্জ্বল দাশকে ৫ হাজার টাকা ও থানা রোডের জলিল নগর এলাকায় আবদুর নবীকে ৩হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। ফকির হাটের খাজা ষ্টোরের মালিক শাহ্ জাহান পেঁয়াজ মজুদ করে পাইকারী ৭০ টাকায় কেজি বিক্রির করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে প্রথম বারের মত সতর্ক করে পাইকারী ৫৫ টাকার বিক্রির জন্য তাগাদা দেয়া হয়। অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত মুনাফা করছেন। সরকারকে বেকায়দায় ফেলতে কিছু পাইকারী ব্যবসায়ী এই কৃত্রিম সংকট তৈরী করছেন। দেশে পেঁয়াজের কোন সংকট নেই। আমরা বাজার নিয়ন্ত্রণে সবসময় অভিযান অব্যাহত থাকবে।
রাউজানে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্রশেদ, রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিষু দে, আব্দুল মোমেন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৮জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তির চেক প্রদান ও ২জন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।