শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রেমিক
প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রেমিক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় সখিনা খাতুন (১৯) নামে এক প্রেমিকাকে মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিক। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার খাস বকদিয়া গ্রামে। আহত সখিনাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গ্রমবাসি জানায়, শৈলকুপার খাস বকদিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সকিনা খাতুন (১৯) ঢাকায় গার্মেন্টসে চাকরী করার সুবাদে একই গ্রামের জিহাদের ছেলে জিকুর সাথে প্রেম জড়িয়ে পড়ে। তারা একই প্রতিষ্ঠানে চাকরী করতো। সখিনা খাতুন অবিযোগ করেন, জিকু বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত বাসায় আমাকে নিয়ে স্বামী স্ত্রীর মতোই বসবাস করতো। ঢাকায় থাকতেই আমি বিয়ের কথা বললে জিকু তালবাহানা করতো। এ অবস্থায় জিকু চাকরী ছেড়ে পালিয়ে শৈলকুপায় চলে আসে। খবর পেয়ে প্রেমিকা সখিনাও শৈলকুপায় নিজ বাড়িতে এসে বিয়ের দাবীতে প্রেমিক জিকুর বাড়িতে যায়। জিকুর বাড়িতে যাওয়া মাত্রই তেলেবেগুনে জ্বলে ওঠে জিকু ও তার পরিবার। সখিনা জিকুর বাড়ি থেকে বের না হলে তাকে পিটিয়ে জখম করে জিকু ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত হয় সখিনা। তবে জিকুর মা অভিযোগ খন্ডন করে বলেন, আমার ছেলে নির্দোষ। ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা
ঝিনাইদহ :: হঠাৎ করে বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওযায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমাতে চলছে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার। বৃহস্পতি ও শুক্রবার দুদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার সেনাবাহীনি ও পুলিশের সহযোগিতায় বাজার মনিটরিং করেন এসময় কয়েকটি আড়ৎ, দোকান ও একটি বাসে জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার ৫টি আড়ৎ এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১৩ হাজার টাকা জরিমানা ও শাপলা পরিবহনের একটি বসে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ তে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। শুক্রবার কালীগঞ্জ কলেজ রোডের দু দোকানে যথাযথ ভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার ৫শ টাকা জরিমানা করাহয়। মোট দুদিনে ৫টি আড়ৎ, ২টি দোকান ও একটি বাসে মোট ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। এসময় সেনাবাহীনির একটি টিম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সদয় নির্দেশনা মোতাবেক ও ইউএনও স্যারের সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার ও শুক্রবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এলাকায় সেনাবাহীনি ও পুলিশ বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্য মূল্যের মনিটরিং করা হয়। এসময় সরকারি আইন না মানায় কয়েটি আড়ৎ, দোকান ও একটি বাসে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সতর্ক করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
হরিণাকুন্ডুতে বিধবা নারীর মৃত্যু রহস্যে চলছে তোলপাড়
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সালমা খাতুন (৩২) নামে এক বিধবা নারীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ওই নারীর নিজ ঘরের আড়াই গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃত্যুদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বজনদের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় মোশারেফ হোসেন ও ছানা নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত নারী ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আখের আলীর ছেলে মতিয়ার রহমান ওই নারীর ঘরে যাই। এ সময় পাশ্ববর্তী আহাদনগর গ্রামের মোশারফ হোসেনসহ আরও কয়েকজন তাদেরকে আটক করে। পরে কৌশলে মতিয়ার পালিয়ে যায়।
এদিকে শুক্রবার ভোরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ ঘরের আড়াই ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই নারীর বাবা শমসের আলী জানান, তার মেয়েকে মুখচাপা দিয়ে হত্যা করে লাশ ঘরের আড়াই ঝুঁলিয়ে রাখা হয়েছিলো বলে তার ধারণা। তিনি এ বিষয়ে দোষীদের শাস্তির দাবী জানান। হরিনাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। প্রকৃত ঘটনা জানতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে ৫ টি স্থানে চলছে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম
ঝিনাইদহ :: ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভীড় দেখা গেছে।
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামে মৃত দাউদ শেখের স্ত্রী শুকুরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রওশনয়ারা বেগম ও সাইদ শেখের ছেলে হাসিব মিয়া। শুক্রবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে ৮ জন আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খাই। এ নিয়ে গতকাল বিকেলে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।