রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » বগুড়া » সাবেক এমপি সিরাজুল হকের ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত
সাবেক এমপি সিরাজুল হকের ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কোলাকোপায় শনিবার দিনব্যাপী সাবেক এমপি মরহুম আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে মাস্ক, চাউল ও নগদঅর্থ এবং মিষ্টি বিতরন করা হয়েছে। গ্রীন কোলাকোপা এষ্টেট এর আয়োজনে বেগম হায়াতুন নেছা সিরাজুল হক তালুকদার হাফেজিয়া মাদ্রাসা চত্তরে এষ্টেট এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কোলাকোপা এষ্টেট প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, এষ্টেট এর তত্ত্বাবধায়ীকা হাজি
বিবি জোবেদা খাতুন, পরিচালক মন্ডলীর সদস্য ও সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সমাজসেবক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপদেষ্টা তহরিমা আফরিন, হারিছা জামান আরশি, পরিচালক সাদাদউজ্জামান জাওয়াত, যুবদল নেতা লিটন, মজনু, লুৎফর, পোটল, শ্রমিকদল নেতা শহিদুল, বেলাল, জামাল, রনজু, খলিল, ছাত্রদল নেতা মহব্বত, মুন, মোহন, আলিম, শুভ, হাসান প্রমূখ।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৮২ইং সালের ১৯শে সেপ্টেম্বর ৪েঠা আশি^ন দুনিয়ার’মহ ত্যাগ করে পরলোক গমন করেন। মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। ১৯৬২ইং সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য। ১৯৫৩ইং সালে বগুড়া জেলা বোর্ড সদস্য। ১৯৬৬ইং সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য। ১৯৪৮ইং সাল থেকে ২৫বৎসর যাবত বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রস সোসাইটি আজীবন সদস্য ছিলেন। সাবেক সংসদ সদস্য মরহুম সিরাজুল হক তালুকদার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদারের পিতা।