![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফীর ইন্তেকালে শোক
খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফীর ইন্তেকালে শোক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইক্বরা ফাউন্ডেশন খাগড়াছড়ি।
আজ রবিবার ২০সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই শোক জানানো হয়।
ইক্বরা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকবার্তায় বলেন, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব এক প্রজ্ঞাবান আধ্যাত্বিক অভিভাবককে হারালো, যা সহজে পূরণ হবার নয়। তিনি তার সারা জীবন দেশ, ইসলামও জাতির কল্যাণে ব্যয় করেছেন। তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে।
মহান আল্লাহ তাঁর নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।