রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » দৈনিক বিজয় পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি পালিত
দৈনিক বিজয় পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: আজ রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলাস্থ সিনামুন চাইনীজ রেস্টুরেন্টে দৈনিক বিজয় পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা,কেক কাটা,আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এত প্রধাণ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহাবুবুর রহমান মাসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধাণ। ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগীয় পরিষদের সভাপতি মোঃ আলমগীর গণি। প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজ উদ্দিন আহমদ লাভলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সচেতন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ দীল মোহাম্মদ দীলু,দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন,কার্গো ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম,মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক,দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু দৈনিক পথের সময় পত্রিকার সম্পাদক তৌকির আহমেদ রাসেল,দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ সোহেল রানা প্রেস নিউজ ২৪ডটকম’র সম্পাদক আব্দুল মান্নান সাগর, সাপ্তাহিক আলোর তরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,বিশিষ্ট মানবাধিকার নেতা হাজী মোঃ সেলিম,একেএম শফিউল আলম,মিজানুর রহমান খোকন,দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সহকারি সম্পাদক নজরুল ইসলাম সরকার,প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা,দৈনিক বিজয় পত্রিকার সহকারি সম্পাদক সোনিয়া আহমেদ,কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাকির আহমেদ বাপ্পী,মনির হোসেন,আল মামুন,মোঃ ইলিয়াস শেখ,মোঃ আল আমিন মুন্সী,সাজিদ হোসেন কিবরিয়া,মোঃ আল আমিন ও আকরাম হোসেন,আজমীর আহমেদ সৌরভসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। পরিশেষে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভীন ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী লিপি ওসমানসহ গোটা ওসমান পরিবারের সকল সদস্যের সুস্থ্যতা কামনায় এবং পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিদগ্ধে ৩৩জন নিহতের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন স্কলারস বাংলাদেশ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।