বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ মাহফিল
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে মিলাদ মাহফিল
অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত১১.৩০মিঃ) ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও বিহঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বুধবার ১৭ ফেব্রুয়ারি মাহফিল সভাপতিত্ব করেছেন গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো.ইদ্রিস, প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মওলানা ইলিয়াছ নূরী, প্রধান আলোচক ছিলেন, মওলানা সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী, বিশেষ অথিতি ছিলেন সরওয়ার কামাল চৌধুরী, হাবিব রহমতুল্লাহ, সাহাবুউদ্দিন ও মওলানা মো. মিজান, বিশেষ বক্তা হিসাবে উপস্তিত ছিলেন মো. রেজাউল কবির কাদেরী এবং সালামী ও আখেরী মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ওবাদুল মোস্তাফা।
শুভেচ্ছা বক্তাব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন, সাহাবউদ্দীন, মামুন, মনির।
মাহফিলে বক্তরা বলেন যে বিদ্যা অর্জন করা ধর্মের অংশ, কিন্তু বিদ্যা অর্জন করতে গিয়ে ধর্মকে বাদ দিয়ে নয়। আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে লেখা পড়া করি কিন্তু আমরা অনেকে আছে আল্লাহ, নবী-রাসূল, ওলি, ইহকাল এবং পরকাল কথা ভুলে বেপরোয়া জীবনে অতিবাহিত করি। কিন্তু এইটি মানব জীবনের জন্য ভালো নয়। তাই আমাদের ইমানকে ঠিক রাখার জন্য, জীবন কে সুন্দর করে চলার জন্য ধর্মীয় কথা এবং ইসলামের দিক নিদের্শনা অনুয়ায়ী চলতে হবে। নিশ্বাসের বিশ্বাস নাই জীবন নিয়ে রং তামাশা না করার তরুন ছাত্রীর ছাত্রীর প্রতি আহবান করেন। প্রতিদিন অন্তত একটি হলেও ভাল (নেকি) কাজ করতে অাহব্বান করেন বক্তারা। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সেই যে ধর্ম হউক না কেন।