বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক পুলিশ যৌথ ভাবে কাজ করলে রাউজানকে এগিয়ে নেয়া সম্ভব : ওসি হারুন
সাংবাদিক পুলিশ যৌথ ভাবে কাজ করলে রাউজানকে এগিয়ে নেয়া সম্ভব : ওসি হারুন
রাউজান প্রতিনিধি :: রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুনের মতবিনিময় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল অনুষ্ঠিত হয়। রাউজান থানা কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দরা বেলেছেন রাউজান ইতিহাস, ঐতিহ্য বীর প্রসবীণি মহা মনিষীর জম্মভূমি। সাংবাদিক ও পুলিশ যৌথ ভাবে কাজ করলে রাউজানকে এগিয়ে নেয়া সম্ভব। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতির যে সুন্দর পরিবেশ বিরাজমান তা অব্যাহত রাখতে রাউজানে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীদের সহযোগিতা প্রয়োজন। জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা আমি কাজ করবো। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল ও থানার উপ পরিদর্শক ইব্রাহীম খলিলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত)নুর হোসেন মামুন, পরিদর্শক অলি উল্লাহ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মীর আসলাম, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, যুগ্ম সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি আমির হামজা, মানবজমিন প্রতিনিধি আরাফাত হোসাইন প্রমুখ।