বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই বিএফআইডিসি’র এলপিসি শাখায় চুরি করার সময় আটক-১
কাপ্তাই বিএফআইডিসি’র এলপিসি শাখায় চুরি করার সময় আটক-১
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি), এলপিসি শাখার ষ্টোরে চুরি করার সময় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর হাতে এক চোর কে আটক করা হয়েছে। এইসময় চুরি করতে আসা অপর দুইজন পালিয়ে যায়।
ঘটনাসূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৩সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে কিশোর গ্যাং এলপিসি শাখার অভ্যন্তরে প্রবেশ করে স্টোরের ভিতরে টিন কেটে প্রবেশ করার সময় নিরাপত্তার দায়িত্যে থাকা আনসারবাহিনী ও এলপিসি শাখার নিরাপত্তা কর্মীরা চুরির আচ করতে পেরে হাতে নাতে নতুন বাজার কেপিএম টিলার মোঃ ওমর ফারুকের ছেলে জিহাদ হাসান (২৪) কে হাতে নাতে চুরি করার সময় যন্ত্রসহ আটক করতে সক্ষম হয়। এইসময় সহযোগী অপর দুই চোর পালিয়ে যায়।
এই বিষয়ে এলপিসি শাখার উৎপাদন কর্মকর্তা আমান উল্লা আমান জানান, বহুদিন যাবৎ আটক কৃত চোরেরা একের পর এক চুরি করে যাচ্ছে। সম্প্রতি এই শাখা হতে আরো কয়েকবার এরা চুরি করতে আসে এবং এ কিশোর গ্যাং এর জাহিদ চোরকে আটক করার পর পূর্বের চুরির ঘটনা সে স্বীকার করেছে। তিনি জানান, আটক চোরের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে।