বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বৈরি আবহাওয়ায় গাইবান্ধায় নানাবিধ রোগের প্রাদুর্ভাব
বৈরি আবহাওয়ায় গাইবান্ধায় নানাবিধ রোগের প্রাদুর্ভাব
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বৈরি আবহাওয়ার কারনে গাইবান্ধার সবত্রই দেখা দিয়েছে নানাবিধ রোগের প্রাদুর্ভাব। গত দুই সপ্তাহ ধরে দিন রাত ২৪ ঘন্টার মধ্যে কখনো বৃষ্টি, কখনো প্রচন্ড তাপদহ, কখনো ঠান্ড আবার কখনো গরম আবহাওয়া বিরাজ করছে। সে কারনে কমবেশি প্রতিটি পরিবারের দুই হতে তিন জন করে সদস্য জ¦র, সর্দি, কাশি, মাথা ব্যাথা, শরীরে ব্যাথা, গলা ব্যাথাসহ নানাবিধ উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে শিশু ও ৪০ উর্দ্ধ বয়সের নারী ও পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে।
গাইবান্ধার ৭ উপজেলা বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে এক মাসের ব্যবধানে রোগির সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। পৌরসভার কলেজ পাড়ার মানিক মিয়া জানান গত ৬দিন ধরে তিনি জ্বর, সদি,কাশি ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে পড়েছে। জ্বরের তাপমাত্রা ১০১-১০৪ ডিগ্রী পর্যন্ত। তিনি বলেন সাধারণ ওষুধে রোগ নিরাময় হচ্ছে না। এন্টিবায়েটিক ছাড়া জ্বর ছাড়ছে না। সে কারনে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
শহরের জুয়েল ফার্মেসির আজাদ মিয়া জানান জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যাথার ওষুধ এখন আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। রোগির সংখ্যা তুলনামুলক বৃদ্ধি পেয়েছে। তবে প্যারাসিটামল গ্রুপের ওষুধ বেশি বিক্রি হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান বৈরি আবওহাওয়ায় বেশ কিছুদিন থেকে ভাইরাস জনিত কারনে জ্বর, সর্দি, মাথা ব্যাথ্যা, কাশি, গলা ব্যাথ্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে ভয়ের কিছু নাই, ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু একটু সময় লাগতে পারে।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রা
গাইবান্ধা :: সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) থেকে জেলা হাসপাতাল পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলা হাসপাতালের সামনে পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা নেতা তপন কুমার বর্মন, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মাতৃসদন ও হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে জেলার সকল হাসপাতাল, স্বাস্থ্য কমপে¬ক্স ও কমিউনিটি ক্লিনিকে অনিয়ম-দুর্নীতি বন্ধ, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আইসিইউ সেবা চালু করারও দাবি জানান।