রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » সিলেট, সাভার, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থনে ধর্ষণের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সিলেট, সাভার, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থনে ধর্ষণের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার এক বিবৃতিতে সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন সামাজিক নৈরাজ্যের কারণে করোনা দুর্যোগের মধ্যেও ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়ন আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নামধারী সংঘবদ্ধ লম্পটেরা যেভাবে সদ্য বিবাহিত নারীকে গণধর্ষণ করেছে তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের বর্বরোচিত ঘটনা মারাত্মক আতঙ্কজনক পরিস্থিতি তৈরী করেছে। শিশু ও কিশোরীরা আজ ধর্ষকদের বড় টার্গেটে পরিণত হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতার কারণে ধর্ষকেরা আজ বেপরোয়া। এই ধর্ষক ও লম্পটদের এক বড় অংশ এখন ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় তাদের ধর্ষণ ও গুণ্ডামী অব্যাহত রেখেছে। তিনি বলেন, একদিকে দুর্নীতিবাজ আর অন্যদিকে ধর্ষক-নিপীড়কেরা আজ দেশ ও জনগণকে অনেকখানি জিম্মি করে ফেলেছে। ছাত্রলীগ এখন সংঘবদ্ধ অপরাধীদের বড় আশ্রয়কেন্দ্র হয়ে দাড়িয়েছে। অতীতে অসংখ্য ঘটনায় ছাত্রলীগের অপরাধীদের উপযুক্ত বিচার না হওয়ায় দিনে দিনে এরা ভয়ংকর হয়ে উঠছে। এসব রোমহর্ষক অপকর্মের দায়দায়িত্ব শেষ পযৃন্ত সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না