রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » হৃদয়ে কমলগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হৃদয়ে কমলগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: নানা কর্মসূচীর মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক সংগঠন “হৃদয়ে কমলগঞ্জ” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তফাদার রিজুয়ানা ইসলাম সুমী। প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যপক মো: রফিকুর রহমান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি সোহাগ ও আইন ও শিক্ষা বিষয়ক সম্পাদক আল-আমীন এর যৌত সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া, বাংলাদেশ মণিপুরী আদীবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহ, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার শাহ মোস্তফা সামাজিক সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ আলাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন পান্না প্রমুখ।
কমলগঞ্জে হাঁস-মুরগীর বাচ্চা ও বীজ বিতরন
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ১৩০ জন উপকারভোগীর মধ্যে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন প্রকার সব্জির বীজ বিতরন করা হয়েছে। রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে গুডনেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে হাঁস-মুরগীর বাচ্চা ও সব্জির বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল মণি সিংহ, ইউপি সদস্যা সন্ধ্যা রানী সিনহা, আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এস এম রেজা উদ্দিন রাজু। সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ। সঞ্চালনা করেন প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক। এসময় প্রতিষ্ঠানের প্রোগ্রাম কর্মকর্তা রবিন্দ্রনাথ শীলসহ সকল বৃন্দ উপস্থিত ছিলেন।