রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে মাদ্রাসার নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য
মৌলভীবাজারে মাদ্রাসার নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য
মৌলভীবাজার প্রতিনিধি :: সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার বিভিন্ন পদের নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পুর্ণ ভিত্তিহীন, দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের।
সোস্যাল মিডিয়ায় বিভিন্ন নামী বে নামী একাউন্ট হতে বৈধ নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে একটি কু-চক্রীমহল কোন ধরণের তথ্য প্রমাণ ছাড়াই নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরণের অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় প্রচার প্রচারনা চালাচ্ছে, যা পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। পাশাপাশি এ ধরণের মিথ্যা অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল খলকুর রহমান ও মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ৭নং ফুলতলা ইউপির ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মাসুক আহমদকে জড়ানো হয়েছে, যা তাদের ও তাদের পরিবারের জন্য মানহানিকর ও বিভ্রান্তিকর।
এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল খলকুর রহমান জানান, যারা মাদ্রাসার নিয়োগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যদি এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য প্রমাণ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষকে সরবরাহ করবেন। সেক্ষেত্রে প্রশাসন চাইলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এসব ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হলো। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
সাগরনাল সি: আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ জানান, সম্প্রতি মাদ্রাসায় যারা চাকরি পেয়েছেন তারা সবাই যথাযথ যোগ্যতার প্রমান দিয়েই নিয়োগ পেয়েছেন, পদ প্রত্যাশিদের পরিক্ষা মাদ্রাসা বোর্ড কর্তৃক মনোনিতদের সম্মুখে নেওয়া হয়েছে । এখানে কোন নিয়োগ বানিজ্য হয়নি। যারা মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, জুড়ী উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার ৫টি শুন্য পদে ৩০ জন চাকুরী প্রত্যাশীরা আবেদন করে। নিয়োগ পরিক্ষায় অংশগ্রহন করে ২১ জন। নিয়োগ পরিক্ষাটি গত ২২ সেপ্টেম্বর মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় অনুষ্টিত হয়। বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক গৃহীত পরিক্ষায় উপস্থিত ছিলেন, বোর্ডের অর্থ বিভাগের উপ-পরিচালক সামছুজ্জামান।