সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » দৈনিক বিজয় ও স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশকের বাড়িতে হামলার অভিযোগ
দৈনিক বিজয় ও স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশকের বাড়িতে হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দৈনিক বিজয় ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধাণের বাগবাড়ী এলাকার বসত বাড়িতে হামলা ভাংচুর তান্ডব চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
সোমবার দুপুরে আকস্মিকভাবে হামলার এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসীদের হামলায় কামাল প্রধাণের পিতা বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার সত্যতা পেয়েছে। হাজী কামাল প্রধাণ
জানান,তার সঙ্গে উইলসন রোডের মৃত দীল মোহাম্মদের ছেলে কুখ্যাত প্রতারক আইয়ূব আলী ওরফে বাবু,তল্লা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আনিসুর
রহমান,আনিসের ভাতিজা হৃদয়,নুরুজ্জামানের ছেলে মনিরুজ্জামান ও গলাচিপার মোড় এলাকার মৃত নূরুল ইসলাম খানের ছেলে গোলাম মোস্তফাসহ চিহ্নিত একটি গ্রুপের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এর জের ধরে উল্লেখিতরা আজ সোমবার সকাল ১১টায় লাঠিসোটা নিয়ে কামাল প্রধাণের নবীগঞ্জস্থ বাগবাড়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় কামাল প্রধাণকে না পেয়ে বাবু,মনিুরজ্জামান,আনিস,মোস্তফা গং অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় কামাল প্রধাণের বৃদ্ধ পিতা আবুল প্রধাণ(৭৫),মাতা মমতাজ বেগম ও প্রতিবন্ধী বোন রূপালী আক্তার(২৮) আহত হয়।
যাওয়ার সময় তারা ওই বাড়ির সোকেছ,জানালার গøাস,এলইডি টিভিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধণ করে।