সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ : বৃদ্ধ আটক
৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ : বৃদ্ধ আটক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে তিন ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধ আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামে। জানা গেছে, আজ সোমবার সকালে নেবুতলা গ্রামের সিদ্দিক মন্ডলের প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল (১৪) কে প্রতিবেশি রহিম (৭৫) নামে এক ব্যাক্তি ধর্ষন করেছে। এ সময় মেয়েটির পিতা আপত্তিকর অবস্থায় রহিমকে দেখে ফেলে। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে। ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ত্রন করে। বিষয়টি নিয়ে সিদ্দিক মন্ডল সাংবাদিকদের জানান, আমি গরিব মানুষ পরের কাজ করে খাই। আমার মেয়ে প্রতিবন্ধী ও বামন সে কথা বলতে পারেনা। আমরা বাড়িতে কেউ না থাকায় মেয়ে জান্নাতুল ঘরে একা টিভি দেখছিল। সে সময় ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশী রহিম আমার মেয়েকে ধর্ষন করেছে। আমি এর বিচার চাই। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধকে আটক করেছেন পুলিশ এমনটি জানিয়েছেন কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই এনামুল।
কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড মহাসড়কের বেহাল দশা, দেখার যেন কেউই নেই
ঝিনাইদহ :: রাজধানীর সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যমঝিনাইদহ-চুয়াডাঙ্গা-কালিগঞ্জ মহাসড়কের কোটচাঁদপুর একটি অংশ। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার পরিবহনসহ ভারী যানবাহন চলাচল করে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড মহাসড়কের পাশে বেশ কয়েক স্থানে ছোট বড় গর্ত তৈরি হয়েছে গেছে। কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ড চত্বরে ও জামে মসজিদের সামনে মহাসড়কের পাশে নানা রকম ছোট বড় গর্ত হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রানহানির মতো বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, মেইল বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে মহাসড়কের পশ্চিমে বৃষ্টির পানির কারণে নানা রকম গর্ত তৈরি হয়েছে। ওইসব গর্তের পাশ দিয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন বিভিন্ন জেলার যাচ্ছে। অনেক সময় একটির পাশ দিয়ে আরেকটি পরিবহন যাতায়াত কালে সেখানে ভয়ংকর অবস্থা তৈরি হয়। যেকোনো মুহূর্তে অসাবধানতায় গর্তে চাকা পড়তে পারে ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানায়, প্রতি বর্ষার সময় এই অবস্থা হয় এই মহাসড়কের পাশে। এমন অবস্থায় পৌরসভা কতৃপক্ষের থেকে ইট সুরকি দিয়ে ঠিক করলে কিছুদিন ভাল থাকার পর আবার বৃষ্টি হলে আগের অবস্থায় ফিরে যাই। প্রথমে সামান্য গর্ত ছিল। ধীরে ধীরে ওই স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এখন অনেক বড় আকার ধারণ করেছে। শিগগিরই গর্ত ভরাট করাসহ মহাসড়কের পাশ সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’গত কয়েক মাস আগে মহাসড়ক সংস্কার করা হয়েছে। কিন্তু এখন কয়েক দিনের ভারী বৃষ্টিতে মহাসড়কের পাশে গর্ত তৈরি হয়েছে। যেকোনো সময় গর্তে গাড়ি পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতে পরিস্থিতি ভয়ংকর থাকে।’ঢাকাগামী পণ্যবাহী এক গাড়ি চালক বলেন, ‘দীর্ঘদিন লকডাউনের কারণে মহাসড়কের কোথায় কী অবস্থা হয়েছে তা অনেকটা অজানা রয়ে গেছে। গত সপ্তাহে মধ্যরাতের দিকে দ্রুত গতিতে গাগি চালিয়ে যাওয়ার সময় সড়কের পাশেই দেখি ছোট বড় গর্ত। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। এমতাবস্থায় স্থানীয় সুধীজন ও গণপরিবহনের শ্রমিকরা ঊর্ধ্বতন প্রমাসনের হস্তক্ষেপ কামনার জন্য জোর দাবি জানাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
ঝিনাইদহ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা কমান্ডার সিদ্দিক আহমেদ, সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারীদের আত্মার মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ :: ধর্ষণ, হত্যা, নির্যাতনসহ নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রাচত্বরে আইন ও সালিশ কেন্দ্র এবং ওয়েলফেয়ার এফোর্টস এর সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার নারী সমাজ নামের এক সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী শরিফা খাতুন, জাহিদুল ইসলাম, ফেটু জোয়ার্দ্দারসহ অন্যান্যরা। এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এর সাথে জড়িতদের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।