মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমসি কলেজে নববধু গণধর্ষণের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
এমসি কলেজে নববধু গণধর্ষণের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: এমসি কলেজে নববধুকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও আবদুল হালিম মাছুমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সহ সাংগঠনিক সম্পাদক আবুল তালহা সুয়াইব, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, ছাত্রনেতা শাহ বোরহান উদ্দিন রুবেল, ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল বাতিন, অবহেলিত শিশু কল্যাণ সংস্থার সভাপতি সংগঠক হাজী শেখ মো. আলেক্স, সংগঠক নজরুল ইসলাম আজাদ, শাহ নিজাম, বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি শাহীন আলম, সহ সভাপতি এনামুল হক, দিলোয়ার হোসেন সজিব, ফখরুল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মশিউর রহমান সুমন, নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাহের মিছবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাইয়ুম, ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মাইক্রোবাস উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক শানুর আলী, বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি সুহেল আহমদ, নাসির আহমদ, নিপেন্দ্র চন্দ্র দাশ, ফয়ছল আহমদ, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম রুবেল, ওয়াসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, তথ্য সম্পাদক রাসেল মিয়া, দপ্তর সম্পাদক নুরুল আমীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রীকান্ত দেবনাথ, সদস্য সাইদুর রহমান, আবুল খয়ের, নাহিদ আলী, নাহিদ আহমদ সুয়েব, সাবেক অর্থ সম্পাদক আল-আমীন, ব্যবসায়ী হোসেন মোঃ ডালিম, শাহীন আহমদ, সংগঠক সৌমিত্র ধর, আলম, কামরান আহমদ, হামিদ শিকদার, আমির আলী, আবদুল মজিদ, খালেদ আহমদ, সালমান আহমদ, তপু, সিহাব উদ্দিন, রুবেল মিয়া, মিজানুর রহমান মিজান, কামরান আহমদ, সুমন আহমদ, রায়হান উদ্দিন, ইমন আহমদ, তামিম আলী, নাজমুর রহমান তুহিন, সানি আহমদ, আনহার আলী, সামাদ আজাদ, হেলাল আহমদ, রাহিমুর রহমান, জুনেদ আহমদ, সুহেল উদ্দিন, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, সাবলু মিয়া, ফয়ছল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগে ভাসুর গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর ও তালাবদ্ধ ঘরে আটকে রাখার অভিযোগে ভাসুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি সংগঠিত হয়। এরপর জরুরী সেবা ৯৯৯ নাম্বার থেকে তথ্য পেয়ে থানা পুলিশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রীকে উদ্ধার করে ও হামলাকারী ভাসুরকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
এঘটনায় উপজেলার শ্রীধরপুর (কাউপুর) গ্রামের আমির আলীর স্ত্রী আয়েশা বেগম (২৩) বাদী হয়ে হামলাকারী ভাসুর এনাম আহমদ (৩৫)’কে একমাত্র অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪ (তাং ২৯.০৯.২০ইং)।
মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, বাদীর উপর হামলাকারী ভাসুর তার (বাদী) স্বামীর সৎ ভাই। তারা উভয়েই একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করে আসছেন। পূর্ব থেকেই অভিযুক্ত এনাম আহমদের সহিত বাদীর মনোমালিন্য চলে আসছে। এরই সূত্র ধরে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় বাদীর ভাসুর এনাম আহমদ মোবাইল ফোনে কথা শুনিয়া রাগান্বিত হয়ে বাদীকে গালিগালাজ করেন। বাদী গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদী রাগান্বিত হয়ে বাদী আয়েশা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বাদীর নিলাফুলা জখম হয়। এক পর্যায়ে বাদী আয়েশা বেগমকে ঘরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দরজা তালাবদ্ধ করে রাখে গ্রেপ্তারকৃত এনাম আহমদ। এরপর বাদী মোবাইলে তার স্বামীর সাথে যোগাযোগ করে কোন সাড়া না পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উক্ত বিষয় সম্পর্কে অবহিত করেন। আর ৯৯৯ থেকে তথ্য পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ ঘর থেকে বাদীকে উদ্ধার ও হামলাকারী ভাসুরকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে।
এঘটনায় থানায় মামলা দায়ের ও হামলাকারী এনাম আহমদকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।