বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে ৫২০জন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
আজ বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে তিনি এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, হরিনছড়া ভাইজ্যাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
কাপ্তাই :: “আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার(৩০ সেপ্টেম্বর) শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস২০২০ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা শিক্ষা অফিসার নাদির আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, প্রধান শিক্ষক মোঃ হানিফ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মীর মহাসিন উল হক,মোঃ ইউসুফ,নুর বেগম মিতা,মহিলা বিষয়ক অফিস সুপার ছালে আহম্মদ সেলিম, ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন সহ সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়।