রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) নামে সেই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে নাফাখুম ঝর্না এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম মৃদুল।
থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর শনিবার সকালে থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে প্রবল স্রোতে এপর্যটক পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে বিজিবি ও স্থানীয় লোকজনদের অভিযান গতকাল সকাল থেকেই উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে আজ রবিবার সকালে নাফাখুম ঝর্ণার সেই খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাকারুল ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে। তার লাশ থানচি সদর হয়ে বান্দরবান শহরে আনার প্রস্তুতি চলছে। তবে এলাকাটি অতি দূর্গম হওয়ার কারণে লাশ পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানান থানচি উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, গত কয়েক বছরে এই দুর্গম নাফাখুম, রেমাক্রির, রাজা পাথর এলাকার পর্যটনগুলোতে অসতর্কতা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে অতি উৎসাহী হয়ে বেশ কয়েক জন পর্যটক নিহত হয়েছে। সর্বশেষ গত শনিবার সকালে দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে প্রবল স্রোতে এই পর্যটক স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে রোববার সকালে উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও স্থানিয়দের সহয়েতায় নিখোঁজ কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) এর লাশ উদ্ধার করা হয়।