রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত
গাইবান্ধায় ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দু:স্থ অসহায় মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ সরবরাহ করার লক্ষ্যে সদর উপজেলার পুলবন্দি ঈদগাহ মাঠে ৪ অক্টোবর রবিবার ফ্রি মেডিকেল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এই ক্যাম্পের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্ত্তী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, গাইবান্ধা সদর এর আহবায়ক হুসেইন মোহাম্মদ জীম, সদস্য সচিব একে প্রামানিক পার্থ, সিয়াম, ইমন, মুন্না, সেতু, চন্দন, মুকুট, আওলাদ, আবিদ প্রমুখ।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষুধ বিতরণ, বিনামূল্যে ব্লাড প্রেসার নির্ণয়, করোনা প্রতিরোধে সচেনততা সৃষ্টি, বিনামূল্যে পানি বিশুদ্ধকরণ ঔষধ, বিনামূল্যে মাক্স বিতরণ।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শরিফুল ইসলাম, গাইবান্ধা হাসপাতালের আরওএমও ডা: মো. সাজিদুর রহমান, মেডিকেল অফিসার ডা: মরিয়ম আখতার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: তন্ময় নন্দী।
এই ক্যাম্পে সদর উপজেলার ফলিয়া, গোদারহাট, মিতালী বাজার এলাকার ৩০০ নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।