রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা » খালিশপুরে গ্রেফতারকৃত পাটকল শ্রমিক আন্দোলনের সংগঠকদের অবিলম্বে মুক্তি দিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
খালিশপুরে গ্রেফতারকৃত পাটকল শ্রমিক আন্দোলনের সংগঠকদের অবিলম্বে মুক্তি দিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে খুলনায় রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিক আন্দোলনের সংগঠক রুহুল আমিন, আতিক অনীক ও সুজয় শুভকে খালিশপুর থেকে গ্রেফতার করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন গ্রেফতার, হয়রানিমূলক মামলা, ভয় ও আতঙ্ক ছড়িয়ে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকদের ন্যায্য আন্দোলন নস্যাৎ করা যাবে না। তিনি অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে মুক্তি দেবার দাবি জানান।
একই সাথে তিনি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করে পাটশিল্প, পাটশ্রমিক এবং পাট চাষীদের রক্ষায় আগামীকাল বাম গণতান্ত্রিক জোট আহুত প্রধানমন্ত্রীর সচিবালয় অভিমুখে বিক্ষোভ- ঘেরাও কর্মসূচি সফল করতেও জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, লুটপাটের নতুন দিগন্ত খুলে দিতে রাষ্ট্রায়াত্ত্ব পাটকলসমূহকে কোনভাবেই বেসরকারি খাতে ছেড়ে দেয়া যাবে না। তিনি বলেন, পাটকলে লোকসানের দায় কোনভাবেই শ্রমিকদের নয়। তিনি প্রশ্ন করেন বিজেএমসি ও পাটকলের কর্মকর্তাদের চুরি-দুর্নীতির জন্য শ্রমিকেরা কেন শাস্তি পাবে ?
তিনি সরকারকে জেদ পরিহার করে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মালিকানায় রেখে পাটকলকে আধুনিকায়ন করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।