রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
ঈশ্বরগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভায় ১কোটি ৪৬লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২২শ ৭৫ মিটার রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ৪ অক্টোবর প্রধান অতিথি হিসেবে আঠারবাড়ী রোড় হতে বাইতুল কোবা মসজিদ পর্যন্ত ৬১০মিটার, ধামদী আমির মন্ডলের বাড়ি হতে জিতু মিয়ার বাড়ি পর্যন্ত ১হাজার মিটার এবং আঠারবাড়ি রোড হতে ধামদী বিসি রাস্তা পর্যন্ত ৬শ ৬৫মিটার আরসিসি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার।
তিনি বলেন, ‘এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ও বন্যার ক্ষতি কাটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ। শত প্রতিকূলতার মাঝে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। স্বাধীন বাংলার রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি।স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমিও আমার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। সারা দেশ পরিণত হয় ধ্বংসস্তুপে।এই দুর্যোগ কাটিয়ে বঙ্গবন্ধু দেশকে উন্নয়নের পথে রেখে গিয়েছিলেন।’
মেয়র বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এখানেই আমার শান্তনা। ব্যক্তি জীবনে আমি কি পেলাম বা পেলাম না এটা বড় কথা নয়। জননেত্রীর আদর্শকে বুকে ধারণ করে আমি পৌরসভার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
মেয়র আব্দুস ছাত্তার আরো বলেন, ‘বিগত সতের বছরে পৌরসভায় যে উন্নয়ন হয়নি গত চার বছরে সে উন্নয়ন হয়েছে। আগামী দিনে যদি পৌরবাসীর সেবা করার সুযোগ পাই তাহলে পৌরসভার উন্নয়ন কাজের কোন কিছুই বাকি থাকবে না।’
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ম- আহবায়ক শরীফুজ্জামান আকন্দ রানা, ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আলম, পৌর সভার সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, কাউন্সিলর মো. মিন্টু, শহীদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুল মোতালেব, হারুন অর রশিদ, মহিলা কাউন্সিলর লাইলী আক্তার, রহিমা বেগম প্রমুখ।