বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে টাকা না দেওয়ায় ছাত্রীকে বেত্রাঘাত, আত্মহত্যার চেষ্টা
ঝিনাইদহে টাকা না দেওয়ায় ছাত্রীকে বেত্রাঘাত, আত্মহত্যার চেষ্টা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কেশনগর গ্রামের ব্র্যাক স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী লাভলী খাতুন জরিমানার টাকা না দিতে পারায় শিক্ষিকা বেত দিয়ে মারপিঠ করায় এতে ক্ষুদ্ধ হয়ে ছাত্রীটি বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে৷ শিশুটি বর্তমানে ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷
হাসপাতালের বেডে শুয়ে ওই শিক্ষার্থী জানায়, তার বাবা কাঠমিস্ত্রিীর কাজ করেন৷ দরিদ্র মানুষ তারা৷ ৩ দিন স্কুল কামাই করে সোমবার স্কুলে গেলে ম্যাডাম মুক্তি বেগম ৬০ টাকা জরিমানা করে৷ তখন লাভলী জানায় আগামী কাল বাড়ি থেকে টাকা এনে দেব৷ এ কথায় ম্যাডাম রাগান্বিত হয়ে বেত দিয়ে তার শরীরে আঘাত করে ৷ এতে মনের দুঃখে টিফিনের সময় বাড়ি ফিরে ভাত খাওয়ার পরে সে বিষ পান করে৷ এরপর সে ফের স্কুলে যায়৷ ছাত্রীর মা লাইলী খাতুন বলেন, স্কুলে যাওয়ার পর তার মেয়ে বমি করতে থাকে৷ তখন শিক্ষিকা মুক্তি ম্যাডাম বাড়িতে খবর দেন৷ খবর পেয়ে তিনি মেয়েকে শৈলকুপা হাসপাতালে এনে ভর্তি করেন৷ বর্তমানে ছাত্রী লাভলী আশংকা মুক্ত অবস্থায় হাসপাতালে চিকিত্সা নিচ্ছে৷ শৈলকুপা ব্র্যাক অফিসে গিয়ে শাখা ব্যাবস্থাপক কৃষ্ণ বিশ্বাসকে পাওয়া যায় নি৷ তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন একটি বিষয় শুনেছি৷ মুল বিষয়টি জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত শেষে সঠিক বিষয়টি জানানো যাবে৷ শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল হক মোবাইল ফোনের মাধ্যমে জানান, শিক্ষিকা মুক্তি বেগম ছাত্রীটিকে বকা-ঝোকা করেছিল বলে আমি শুনেছি৷ ব্র্যাক কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান৷