বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিশু হত্যা: একজনের জবানবন্দি: হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
গাজীপুরে শিশু হত্যা: একজনের জবানবন্দি: হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪০মিঃ) গাজীপুরে শিশু সোলামান হত্যার ঘটনায় গ্রেফতার সেলুন ব্যবসায়ী নির্মল দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷
১৮ ফেব্রুয়ারি বুধবার গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম শাহানা হক সিদ্দিকা এ জবানবন্দি নেন৷
গাজীপুরের আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম একথা জানান৷
স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই সাইফুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় আউটপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মোকারম হোসেনের ছেলে সোলায়মান (৪) বাবার দোকানের পাশে একটি সেলুনের সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়৷
ওই রাতেই মোকারম হোসেনের মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ এ ঘটনায় তিনি রবিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন৷
সোমবার বিকালে কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়৷
মঙ্গলবার মোকাররম হোসেন জয়দেবপুর থানায় মামলা করেছেন৷ এ ঘটনায় সেলুন ব্যবসায়ী নির্মল দাসকে র্যাব আটক করেছে বলে জানান এসআই সাইফুল৷
নিহত শিশুর বাবা মোকাররম হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, নির্মলের বাড়ি নেত্রকোনায়৷ মোকররম ও নির্মলের পরিবার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা আউটপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে পাশাপাশি থাকেন৷
নির্মল স্থানীয় কলেজপাড়ায় সেলুন ব্যবসা করেন এবং মোকাররম ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন৷
মোকাররম বলেন, সপ্তাহ খানেক আগে নির্মল স্থানীয় একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ থেকে ২০ হাজার টাকা ঋণ তোলার আবেদন করেন৷
নির্মল ওই ঋণে জামিনদার হতে অনুরোধ জানালে মোকাররম রাজি হননি বলে জানান৷ এ কারণে তার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা মোকাররমের৷
হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
সোলায়মানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী৷
১৭ ফেব্রম্নয়ারি বুধবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে
জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ এরপর গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে দাঁড়িয়ে কয়েকশ নারী-পুরুষ একটি মানববন্ধন করে৷