মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাউখালীতে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
কাউখালীতে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি ব্যাংক কাউখালী শাখার আয়োজনে সরকার ঘোষিত আর্থিক প্রণোধনা প্যাকেজের আওতায় ৪% সুদে ও মুজিব শত বর্ষ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় কৃষি ব্যাংক ভবনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা কৃষি ব্যাংক কাউখালী শাখার ব্যাবস্থাপক প্রনব পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহা ব্যাবস্থাপক মো. খালেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির আন্চলিক ব্যাবস্থাপক মাহমুদুল আলম চৌধুরী,কৃষি ব্যাংক চট্টগ্রাম (পশ্চিম) ডিজিএম সৃজন ধর ও কৃষি ব্যাংক চট্টগ্রাম (পুর্ব) ডিজিএম মো. আবুল কাশেম প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃষি ব্যাংক কাঊখালী শাখা হতে উপজেলার চার ইউনিয়ন হতে চার ক্যাটাগরিতে মোট ২৩ জন গ্রাহক কে মোট ২১ লক্ষ ১৯ হাজার টাকা ঋণ প্রদান করা হয় এবং ১৭ জন গ্রাহক হতে ৩ লক্ষ ৩১ হাজার টাকা বকেয়া ঋণ আদায় করা হয় বলে ব্যাংক সূত্র জানায়।
কাউখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান
কাউখালী :: শহীদ লিয়াকত স্মৃতি সংসদ জোন রাঙামাটির আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় কাউখালী উপজেলা মডেল রিসোর্স সেন্টার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্টিত হয়।
বৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা রাঙামাটি জেলার জোন সমম্বয়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী। অনুষ্টানে উদ্ভোধক ছিলেন বেতবুনিয়া হোসাইনিয়া শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মো. মুনীর উদ্দিন হোসাইনী,বিশেষ অতিথি ছিলেন বেতবুনিয়া আদর্শগ্রাম দরসুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান লিডার, অনুষ্টানে প্রদান বক্তা ছিলেন,চট্টগ্রাম ওয়াছিয়া আহম্মুদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ কাজি মো. মুফিজুর রহমান,অনুষ্ঠান সন্চালনায় ছিলেন,মাওলানা হাসান মাহমুদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান হতে মোট ১৬ জন ছাত্র,ছাত্রীদের হাতে শহীদ লিযাকত স্মৃতি বৃত্তির ১টি ক্রেষ্ট,১টি সনদ পত্র,১টি ম্যাগাজিন,২০০ টাকার মুল্যের প্রাইজ বন্ড প্রত্যেকের হাতে তুলে দেন।