বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও অনশন কর্মসূচিতে গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীবৃন্দ
ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও অনশন কর্মসূচিতে গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীবৃন্দ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থী ও গাইবান্ধার বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সরকারী কলেজ মাঠে মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দশন করে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে অনশন করে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার ৭ অক্টোবর সকালে এই মানববন্ধন, মিছিল ও অনশন কর্মসূচী পালন করে গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীরা।
অনশনে সারাদেশে নারী ধর্ষণ, নিপীড়ন, সহিংসতা বন্ধ, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা বুধবার গাইবান্ধা পৌর পার্কে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, রাগিব হাসান চৌধুরী হাবুল, মোঃ আব্দুল লতিফ হক্কানী, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রিটন, যুগ্ম-সম্পাদক ফিরোজ খান, শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কোষাধ্যক্ষ মোঃ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রকিবুল হক চৌধুরী, রেজাউন্নবী রাজু, বেনজীর আহম্মেদ, অমিতাভ দাশ হিমুন, গোলাম মারুফ মনা, মোঃ মাসুদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, শাহদৎ হোসেন খন্দকার, মোঃ রমজান আলী, শংকর দাস রাহুল, এস টি এম রুহুল আলম, নির্বাহী সদস্য সংরক্ষিত মোঃ মোকাররম হোসেন রানা, মোঃ মজিবর রহমান, মহিলা সদস্য সংরক্ষিত জেসমিন মাসুদ রানী।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২০২৪ মেয়াদের ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত