বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মঈন উদ্দিন
বিশ্বনাথে মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মঈন উদ্দিন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন৷ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷ তিনি বলেন, সততা ও দক্ষতার সাথে মিলেমিশে আমাদের সবাইকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে৷ সরকারের ঘোষিত সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রম্নহুল আমীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাস চন্দ্র মানি, কৃষি কর্মকর্তা আলী-নূর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ আবদুল আল মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃ) সফিক উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা শাহজাহান মাঝি, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন সানা, সহকারী প্রকৌশলী আবদুস শহিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বিশ্বনাথের কনসালট্যান্ট ও বিভাগীর প্রধান ডাঃ সুজিত বিশ্বাস, বিশ্বনাথ একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, গ্রামীণফোনের রিটানিং কর্মকর্তা সত্যজিত্ সাহা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক কোষাধ্যৰ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব প্রমুখ৷
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব মঈন উদ্দিন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন৷ এসময় পরিষদের চেয়ারম্যান লিলু মিয়াসহ সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন৷