বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে সেনাবাহিনী হাতে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক
রামগড়ে সেনাবাহিনী হাতে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অভিযানে এলজি, কার্তুজ, মোবাইল ফোন, চাঁদাবাজির রশিদ, নগদ টাকা ও উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ ৩সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযানে রামগড়ের পাতাছড়া ইউপি’র গরু কাটা এলাকায় অনিল চাকমার ঘরে হানা দিয়ে রকি ত্রিপুরা (২০), পিতা- সবি কুমার ত্রিপুরা, জরিচন্দ্র পাড়া, রামগড়, জুয়েল ত্রিপুরা (২৩), পিতা- দুলা ত্রিপুরা, রাজেন্দ্র কার্বারীঢপাড়া, দীঘিনালা ও সাথোঅং মারমা (৩০), পিতা- উলাঅং মারমা, দেওয়ান পাড়া, গুইমারার ৩উপজাতি যুবককে ১টি এলজি, ২টি কার্তুজ, ৮টি মোবাইল ফোন, ১৬টি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৩২ হাজার ৫শত ৬০ টাকা, ৩টি জমির দলীল, চাঁদা আদায়ের আয়-ব্যয়ের ৯টি রশিদ বই, সংগঠনের নীতিমালা ৬টি বইসহ হাতে-নাতে আটক করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত সবাই ইউপিডিএফের প্রসীত খীসা গ্রুপের চাঁদা কালেক্টর।
এছাড়া যে বাসা থেকে এদের অস্ত্রসহ আটক করা হয় ওই বাসার মালিক অনিল চাকমাও সংগঠনটির সক্রিয় সদস্য। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।