বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কৃষি » রাজস্থলীতে প্রান্তিক চাষীদের মাঝে সবজী বীজ বিতরন
রাজস্থলীতে প্রান্তিক চাষীদের মাঝে সবজী বীজ বিতরন
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি এন জিও সংস্থা আশিকা ডেভেলাপমেনট এসোসিয়েটস এবং এগ্রো- ইকোলজি প্রকল্প,কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্দ্যেগে আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে কারিতাস অফিস প্রাঙ্গনে ১৫ টি পাড়ার ১৬৭ জন প্রান্তিক চাষী সুফলভোগীকে শীতকালীন বিভিন্ন সবজি (লালশাক,মূলা,ফেলন,ফরাসশিম,বরবটি, শিম,খিরা,তিতকরলা ও মিষ্টি ভুট্টা) বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিস স্বরসতি ত্রিপুরা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ, নন্দীয় প্রভা তংচংগ্যা,উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অফিস রাজস্থলী, সাধন কৃষ্ণ চাকমা,মাঠ কর্মকর্তা, এগ্রো-ইকোলজি প্রকল্প কারিতাস,রাজস্থলী. আশিকা অফিসের প্রকল্প সাপোর্টিং কর্মকর্তা সুবিমল তংচংগ্যা,সিনিয়র মাঠ সহায়ক রবিউল ইসলাম সহ সুফল ভোগীগণ উপস্থিত ছিলেন।
চাষীরা বীজ পেয়ে চাষীরা বলেন সরকারের পাশাপাশি এন জিও সংস্থা আশিকা, কারিতাস এগ্রো- ইকোলজির সার্বিক সহযোগিতায় আমরা কৃষি ফসল উৎপাদন করে এ এলাকার সকলের চাহিদা মেটাতে পারবো। উন্নত জাতের ফসল যাতে বিভিন্ন জায়গায় রপ্তানী করে আমরা আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবো।